দেশমাতৃকাকে কুর্নিশ জানিয়ে, স্বাধীনতা দিবসে দেশপ্রেমের নতুন গান লিখলেন মুখ্যমন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলায় একটি নতুন দেশপ্রেমের গান রচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বহু গান রচনা করতে দেখা গিয়েছে তাকে। ২০১৬ সালের সুরুচি সংঘের থিম সংটি এখনো পর্যন্ত বেশ জনপ্রিয়। আর এবারে এই গানের মাধ্যমে দেশপ্রেমের গানে হাতেখড়ি মমতার। এই গানের প্রথম লাইন গুলো কিছুটা এরকম, ” এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের,/ সোনার চেয়েও যে খাঁটি / দেশটা সবার নিজের। ” রবিবার ১৫ ই আগস্ট রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে মমতা বন্দ্যোপাধ্যায় এই গান আপলোড করেন।

আরও পড়ুন -  Durga Pujo: পরিযায়ী মায়ের ভাবনা নিয়ে ‘ভাগের মা’

মুখ্যমন্ত্রীর গান কবিতা ছড়া সবকিছু বেশ জনপ্রিয়। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিজের লেখা বেশ কিছু বই রয়েছে যা একটা সময়ের বেস্ট সেলার থাকে। এবারে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবারের জন্য এরকম একটি স্বদেশী গান রচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই এই গান শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপশন লিখেছেন, গানের কয়েকটি লাইন এবং তার সঙ্গে লিখেছেন, “ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা এবং ভাবনায় একটি গান সবার জন্য রইল।” জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গানে গলা মিলিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই এবং দেবজ্যোতি বোস। মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক পেজে যে ভিডিও পোস্ট করেছেন সেখানেই এই ভিডিওর থাম্বনেল হিসাবে এই ছবিটি দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Goa Assembly Elections: গোয়ার বিধানসভা নির্বাচনকে টার্গেট করে তৎপর হয়েছেন মমতা বন্দোপাধ্যায়

গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে এবং বহু মানুষ এই গান শুনেছেন এবং শেয়ার করেছেন। ঋষি অরবিন্দ এবং সুকান্ত ভট্টাচার্যের জন্ম দিবস উপলক্ষেও শ্রদ্ধা বার্তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান প্রকাশ করার পাশাপাশি সমগ্র দেশবাসীকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন -  TRP: কামব্যাক ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’ কি টপার হতে পেরেছে টিআরপির বিচারে