Vastushastra: বাথরুম তৈরি করুন বাস্তু মেনে, অর্থের অভাব দূর হবে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   বাড়ি তৈরি করার সময় অনেকেই বাস্তু মেনে বাড়ি তৈরি করার কথা ভাবতে পারেন না। কিন্তু সংসারের সারাক্ষণ অর্থনৈতিক সংকট ঝামেলা লেগেই থাকে। এর কারণ কিন্তু অনেক সময় বাস্ত না মেনে বাড়ি করা এটি হতে পারে। তাই এর হাত থেকে রেহাই পেতে অবশ্যই বাড়ি তৈরি করার সময় বাস্তু মেনে বাড়ি তৈরি করুন। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকেই নানা কারণে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। তাই এই বিষয়টি সম্পর্কে প্রত্যেকেরই অবগত থাকা প্রয়োজন।

আরও পড়ুন -  Gujrat: শরীরের খিদে ৮৯ বয়সেও, ৮৭ বয়সের বৃদ্ধা স্ত্রী, পুলিশের দ্বারস্থ

প্রথমত, বাথরুমের ভেতরে কমোড অবস্থানকে ঠিকঠাক করে করতে হবে পশ্চিম অথবা দক্ষিণ কিংবা উত্তর-পশ্চিম দিকে এই কমোড বসাতে হবে। দ্বিতীয়তঃ, বাথরুম অবশ্যই মাটি থেকে দুই থেকে তিন ফুট উঁচুতে করা উচিত।

আরও পড়ুন -  মেডিটেশন

তৃতীয়তঃ, বর্তমানে এখন শোওয়ার ঘরের সঙ্গে বাথরুম করার একটা রীতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে পশ্চিম দিক করে যদি এই বাথরুম করা যায় তাহলে বাস্তু মতে শুভ।

আরও পড়ুন -  শীতের সকালে অলসতা দূর করতে এই নিয়ম করে দেখুন

চতুর্থত, খেয়াল রাখতে হবে বাথরুমের ঢাল যেন পূর্ব ও উত্তর-পূর্ব দিকে থাকে।