Horoscope: আজ ৭ই আগস্ট, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ৭ই আগস্ট (২১ শে শ্রাবণ) শনিবার রাশিফল পড়ুন।

মেষঃ আজ আপনার জন্য শুভ সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। দিনটি বেশ ভালোই কাটবে।

বৃষঃ  আপনার রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি হতে পারে। নিজের প্রতি যত্নশীল হন। বেশি মিষ্টি,আলু, ভাত জাতীয় খাবার থেকে দূরে থাকুন। ডাক্তারের পরামর্শ মতো কাজ করুন।

মিথুনঃ  কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। রাস্তায় কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সাবধানে কাজ কর্ম করুন। রাস্তায় দেখে শুনে চলাফেরা করুন।

আরও পড়ুন -  Short Hair Care: ছোট চুলের যত্ন, সহজ টিপস এবং সমাধান

কর্কটঃ আজ অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আজ আপনার উপার্জন বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।

সিংহঃ  আপনার সন্তান – সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সন্তানদের সাথে মিলিয়ে আজকের দিনটি বেশ সুখকর হবে।

কন্যাঃ আজ আপনি কোনো কারণে কষ্ট পেতে পারেন। কোনো কিছু নিয়ে বেশ দুঃখ পেতে হতে পারে। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। নিজেকে বেশি করে সময় দিন।

আরও পড়ুন -  Horoscope : আজ ২৭ শে আগস্ট, রাশিফল পড়ুন

তুলাঃ আজ কোনো বিষয়ে খুব আতঙ্কিত থাকতে পারেন। সাবধানে কাজ করুন। ভয় না পেয়ে বড়োদের সাথে কথা বলে হাল্কা হন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ কাছের কোনো প্রিয় মানুষের সাথে মনোমালিন্য বা ছোট কিছু নিয়ে সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝামেলা মিটিয়ে নিন।

ধনুঃ  কাছের কোনো বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। ভেঙে পড়বেন না। মন শান্ত রাখুন। নিজের কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৭ শে নভেম্বর, রাশিফল দেখুন

মকরঃ আজ আপনার ভালো – খারাপ সব মিলিয়ে কাটবে দিনটি। মন্দ অভিজ্ঞতার শিকার হলে ভেঙ্গে পড়বেন না। মনে সাহস রাখুন।

কুম্ভঃ আজ আপনার ব্যবসার কাজে উন্নতি হতে পারে। ব্যবসার প্রসার ঘটতে পারে। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

মীনঃ  আজ  ব্যস্ত কর্মজীবনে ও সাংসারিক চাপে মানসিক শান্তি বিঘ্নিত হবে। পরিস্থিতি সামাল দিতে কাছের মানুষের সঙ্গে পরামর্শ করুন।