​মালদা মেডিকেল কলেজের সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখলেন, রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   মালদা মেডিকেল কলেজের সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। মঙ্গলবার মেডিকেল কলেজে আসেন ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দেবাশীষ ভট্টাচার্য্য এবং মিশন ডিরেক্টর অফ ন্যাশনাল হেল্থ মিশন সৌমিত্র মোহন। পরিদর্শনে অংশ নেন মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র, মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি পুরঞ্জয় সাহা প্রমুখ। এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তারা। মাতৃ মা বিভাগে রোগীদের সঙ্গে কথাও বলেন। এরপর হাসপাতালের পরিষেবা উন্নত করার লক্ষ্যে জেলার প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিরা। জেলায় মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনার বিষয়ে বিশদে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়াও করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলা করতে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুন -  মা হচ্ছেন কাজল

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় স্বাস্থ্য মিশন এর অধিকর্তা সৌমিত্র মোহন জানান, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা খুব ভালোভাবে করা হচ্ছে, উন্নত মানের পরিকাঠামোও রয়েছে। কিছুদিনের মধ্যেই মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টার এবং একটি সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্বোধন হতে চলেছে। বিশ্ব মহামারী করোনাভাইরাস এর তৃতীয় ঢেও রুকতে রাজ্য সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। সারা রাজ্যে শিশুদের জন্য SNCU,CCU সহ বিভিন্ন ওয়ার্ডে 3600 বেড ইতিমধ্যে তৈরি করা হয়েছে, পাশাপাশি কভিডের জন্য 30 হাজার বেড প্রস্তুত করা হয়েছে। তৃতীয় ঢেউ আসার আগেই সরকার সমস্ত ভাবে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন -  শান্তির ঠিকানা রয়েছে, বুদ্ধদেবের পায়ের ছাপ! দার্জিলিং এর কাছেই

সৌমিত্র মোহন (জাতীয় স্বাস্থ্য মিশন-এর অধিকর্তা)