খবরইন্ডিয়াঅনলাইনঃ
সেতু
সারাক্ষণ চারপাশে ভাঙচুরের খেলা
তবুও কে ভাঙে কে জানে!
প্রতি বর্ষায় ভাঙে বাঁধ
জলোছ্বাসে ভেসে যায় সভ্যতা
সমুদ্রতীরে ভাঙে উত্তাল ঢেউ
অভাবে ভাঙে স্বভাব
জাতপাত ভাঙে ধর্ম
বাবরি মসজিদ ভেঙে যায় অচানক
বাল্মিকি রক্তে ভাঙে হাহাকার
পৌরুষ ভেঙে ভেসে ওঠে কাপুরুষ মুখ
জমে ওঠা বিতন্ডা ভেঙে যায় সময়ে
সম্পর্কের কাচ ভেঙে রেখে যায় জলছাপ
ভেঙে যায় মেয়েবেলার স্বপ্ন
প্রথম প্রেম ভেঙে সবাই সংসারী হয়ে ওঠে
বাদামের খোসার মতো পড়ে থাকে অতীত
প্রতিশ্রুতি ভাঙার কথায় নতুনত্ব নেই
তবুও দুজন মানুষ দাঁড়িয়ে থাকে
সেতুর মাঝ বরারর …..
জারা সোমা ( কবি )
বারাসাত নিবাসী, কর্মক্ষেত্র সামলে সখে লেখালেখি করি, পড়তে ভালোবাসি এবং ভালো লাগে নতুন মানুষের সঙ্গে আলাপ করতে, মনে করি জীবনের শেষদিন পর্যন্ত মানুষ শেখে,
আমার ভেটেরিনারি চেম্বার আছে যার একটা চ্যারিটি উইংগস আছে।
রয়েছে বুটিক অপরূপা নারী।
যেখানের লভ্যাংশ খরচ করা হয় সমাজে পিছিয়ে পড়া মেয়েদের জন্য।
যদিও আমি মনেপ্রাণে বিশ্বাস করি সাহায্যের ডান হাতের খবর বাম হাতকেও জানতে দিতে নেই।