ভ্যাকসিন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক, স্বাস্থ্যকর্মীদের নিয়ে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   ভ্যাকসিন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল পৌরনীগমের সভা কক্ষে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল, সি এম ও এইচ অস্বনি কুমার মাজি, পুর কমিশনার নীতিন সিংহানিয়া, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেড কোয়ার্টার অংশুমান সাহা, এ ডি এম এল আর, মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন -  106 টি ওয়ার্ডে একটি করে ভ্যাকসিন সেন্টার চালু করতে হবে, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি

বৈঠক শেষে জেলা শাসক জানান যে, আমাদের আসানসোল পৌরনীগম এলাকায় যে সকল ভ্যাকসিন কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের নিয়ে পুর কমিশনারের সাথে এক বৈঠক করা হয়। ভ্যাকসিনেসেন কি ভাবে দ্রুত করা যায় পাশাপাশি সুষ্ঠভাবে কিভাবে ভ্যাকসিনেসেন করা যায় এবং দ্বিতীয় ডোজকে কি ভাবে উন্নত করা যায় সেই নিয়ে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন -  Arunita-Pawandeep: এই লাভ বার্ডস পাড়ি দেবেন কানাডায়