Horoscope: আজ ১ লা আগস্ট, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ আজ ১ লা আগস্ট, রাশিফল।

মেষঃ আজ আপনার সন্তানের জন্য চিন্তায় থাকতে পারেন। কোনো বড় অসুখ হতে পারে। সন্তানের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান।

বৃষঃ  আপনার জন্য দিনটি বেশ শুভ। কাছের কোনো বন্ধুকে সাহায্যের হাত বাডিয়ে দিতে পারেন। পরের উপকারের জন্য নাম ডাক হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন।

মিথুনঃ  ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে একদম হিংসে আনবেন না। দিনটি বেশ ভালোই যাবে।

আরও পড়ুন -  Forbidden: নিষিদ্ধ হল সমস্ত প্রকারের বাজি পোড়ানো

কর্কটঃ আজ আপনি কোনো কারণে পিঠের ব্যথায় ভুগতে পারেন। ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। নিয়ম করে যোগাভ্যাস করুন। ঠিক মতো ব্যায়াম চর্চা করুন।

সিংহঃ  দিনটি বেশ শুভ। ভালো বন্ধুর সান্নিধ্য পেতে পারেন। বন্ধুর সাথে ভালো সময় কাটান। ঘুরতে যেতে পারেন। দিনটি বেশ ভালোই।

কন্যাঃ আজ,  আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অফিসের কাজে প্রমোশন হতে পারে। ব্যবসার কাজে উন্নতি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

আরও পড়ুন -  ব্ল্যাক ফাঙ্গাস থেকে সুরক্ষিত থাকার উপায়, কী ভাবে বুঝবো ব্ল্যাক ফাঙ্গাস

তুলাঃ  আপনার সঞ্চিত অথ বিপুল পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে – শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।

বৃশ্চিকঃ  দিনটি খুব একটা সুখকর নয়। আজ আপনি কোনো কারণে অত্যাচারের স্বীকার হতে পারেন। ভেঙে না পড়ে প্রতিবাদ করুন।

ধনুঃ আজ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

আরও পড়ুন -  Daily Horoscope: আজ ৩রা জানুয়ারি (১৮ই পৌষ) সোমবার রাশিফল দেখুন

মকরঃ আজ কোনো নিয়ম ভাঙার জন্য টাকা ফাইন হতে পারে। দেখে শুনে কাজ করুন। সাবধানে চলা ফেরা করুন। দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে।

কুম্ভঃ  আপনি ক্রীড়া দুনিয়ায় বেশ নাম – ডাক হতে পারে। মন দিয়ে খেলার প্রশিক্ষণ নিন। খেলাতে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

মীনঃ আজ আপনি নিজের সন্তানের কোনো কাজের জন্য গর্বিত হতে পারেন। সন্তানের বেশ নাম ডাক হবে। নিজের সন্তান আর পরিবারের সাথে ভালো সময় কাটান।