Horoscope: আজ ৩১ শে জুলাই, রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ   আজ ৩১ শে জুলাই, রাশিফল দেখুন

মেষঃ  ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো।নিজের পৈতিক ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। ব্যবসার উৎপাদন বৃদ্ধি হতে পারে। কাজে সাফল্য আসতে পারে।

বৃষঃ আজ আপনার ব্যবসায় মন্দা ভাব দেখা দিতে পারে। ভেঙে না পড়ে সমস্যার সম্মুখীন হন। ব্যবসার কাজে সহজে কাউকে বিশ্বাস করবেননা। দেখে শুনে কাজ করুন।

মিথুনঃ  আপনার অফিসের কোনো সহকর্মীর সাথে কোনো কারনে ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন।

আরও পড়ুন -  কোভিড সংক্রমণ আটকাতে রাজ্যগুলিকে সক্রিয় হবার আহ্বান জানানো হয়েছে, যাতে মৃত্যুর হার এক শতাংশর কম রাখা যায়

কর্কটঃ আজ আপনার টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। বিনা কারণে বাজে খরচ করবেন না।  ধননাশ হওয়ার প্রবল সম্ভাবনা কাজেই লটারি, বাজি, জুয়াখেলা থেকে বিরত থাকুন।

সিংহঃ আজ আপনি কোনো বিপদের থেকে মুক্তি পেতে পারেন। দেখেশুনে মন দিয়ে নিজের কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন।

কন্যাঃ  বাড়ির কোনো সদস্যের জন্য বিয়ের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। নতুন চাকরির জন্য যোগাযোগ আসতে পারে। দিনটি বেশ ভালোই যাবে।

আরও পড়ুন -  Horoscope: আজ ৩০শে নভেম্বর, রাশিফল দেখুন

তুলাঃ  আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন। নিয়ম করে যোগাভ্যাস করুন।

বৃশ্চিকঃ  মনের মানুষ ঠকাতে পারে। সবাইকে গোপন কথা বলবেন না। মন দৃঢ করুন নাহলে সেই কথা ফাঁস হতে পারে। সহজে কাউকে বিশ্বাস করবেন না।

ধনুঃ আজ আপনি কোনো কিছু নিয়ে অযথা চিন্তা করতে পারেন। মন শান্ত করুন। ভেঙে পড়বেন না। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২১শে অক্টোবর, লক্ষীবার, রাশিফল দেখুন

মকরঃ আজ দিনটি বেশ শুভ। জ্ঞানী গুণী ব্যক্তিদের সুপরামর্শ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।

কুম্ভঃ আজ আপনার কোনো কারণে শরীর খারাপ হতে পারে। নিজের প্রতি যত্নশীল হন। ভালো জায়গায় চিকিৎসা করান। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মীনঃ  আপনার জন্য দিনটি বেশ ভালো। আজ আপনার অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে। মন শান্ত রাখুন। নিজের ইচ্ছে পূরণ করার পথে এগিয়ে যান।