মহিলা বক্সার মণিকার দায়িত্বভার নিলেন, মাইথন এলয় লিমিটেড কর্তৃপক্ষ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বিজেতা মহিলা বক্সার মণিকার দায়িত্বভার নিলেন মাইথন এলয় লিমিটেড কর্তৃপক্ষ। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে জানালেন মাইথন এলয় লিমিটেডের কর্ণধার সুভাষ আগারওয়াল।

আরও পড়ুন -  Weather Report: দুদিনের মধ্যেই খেলা ঘুরবে আবহাওয়ার

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছেন মহিলা বক্সার মণিকা। তিনি আবার আসানসোল চিত্তরঞ্জন লোকোমোটিভের কর্মী। মণিকাকে নিয়ে গর্বিত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার আধিকারিকরা।

মে মাসে দুবাইয়ে বসেছিল এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে এই চ্যাম্পিয়নশিপের আসরে সর্বকালের সেরা পারফরম্যান্স দেন ভারতীয় বক্সাররা। মোট 19 জন বক্সার দুবাই উড়ে গিয়েছিলেন। তার মধ্যে 15 জন পদক জিতে ফেরেন। তার মধ্যে দুটি সোনা, পাঁচটি রুপো এবং আটটি ব্রোঞ্জ রয়েছে। 51 কেজি বিভাগে রুপোর পদক জেতেন দেশের তারকা বক্সার মেরি কম। সেই 15 দলের সদস্যের মধ্যে ছিলেন চিত্তরঞ্জন লোকোমোটিভের কর্মী মণিকা।

আরও পড়ুন -  Free Aadhaar Update: হাতে মাত্র ৪ দিন! এরপর দিতে হবে ফি, জেনে নিন বিস্তারিত