Horoscope: ২৩শে জুলাই, রাশিফল কি বলছে ?

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ

২৩শে জুলাই (৬ই শ্রাবণ) শুক্রবার রাশিফল জানুন।

মেষঃ কাজের জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। ভুল ভ্রান্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। খুব একটা ভালো যাবেনা।

বৃষঃ প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

মিথুনঃ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি ভালো।

আরও পড়ুন -  গতকালের তুলনায় সোনার দাম আরো কমেছে, সপ্তাহের শুরুতেই সোনার দাম সস্তা হল

কর্কটঃ কারোর কাছে প্রতারিত হতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সবাইকে সহজে বিশ্বাস করবেন না। দেখে শুনে কাজ করুন। সাবধানে থাকার চেষ্টা করুন।

সিংহঃ জলপথে বিপদের সম্ভাবনা আছে। চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। মোটামুটি যাবে আজকে দিনটি ।

কন্যাঃ আজ দিনটি বেশ শুভ। সন্তানের কোনো কাজের জন্য আপনি গর্বিতবোধ করতে পারেন। সন্তান এর সাথে সময় কাটান। দিনটি বেশ ভালোই কাটবে।

আরও পড়ুন -  Horoscope: আজ ১৪ই ডিসেম্বর, রাশিফল দেখুন

তুলাঃ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। কাছের মানুষকে কোনো কারণে খুব মিস করতে পারেন। মন শান্ত করতে নিয়ম করে যোগাভ্যাস করুন।

বৃশ্চিকঃ আপনার ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে একদম হিংসে আনবেন না। দিনটি বেশ ভালো।

ধনুঃ কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো নয় ।

আরও পড়ুন -  Actor Rajinikanth: হাসপাতালে ভর্তি হয়েছেন, জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত

মকরঃ আপনার জন্য শুভ সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। ভালো বিয়ের সমন্ধ আসতে পারে। দেখে শুনে সমন্ধ ঠিক করুন। দিনটি খুব ভালো ।

কুম্ভঃ দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালো।

মীনঃ আপনার অলস ভাব কাজের জন্য ক্ষতি হতে পারে। আলস্যতা কাটিয়ে নিজের কাজে মন দিন।