শ্রাদ্ধ অনুষ্ঠানের সাহায্য করলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মন্ডল, সামর্থ্য ছিল না পরিবারের !

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক রাজমিস্ত্রির পরিবারকে আর্থিক সাহায্য করে শ্রাদ্ধ অনুষ্ঠানে সাহায্য করলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মন্ডল। মানব ধর্মই তার জীবনের সব তা আরো একবার প্রমান করলেন তিনি। উল্লেখ্য শনিবার দুপুরে মালদা শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাম সিং নামে এক রাজমিস্ত্রি। স্থানীয়দের সাহায্যে কোন মতে শ্মশান কাজের অর্থ জুটলেও শ্রাদ্ধ অনুষ্ঠান করার মত সামর্থ্য ছিল না পরিবারের। এরপর মৃত রাজমিস্ত্রির স্ত্রী এবং পরিবার মালদা শহরের সানি পার্কের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মন্ডল এর সাথে যোগাযোগ করেন। পরিবারের এই অবস্থা শুনে কৃষ্ণ বাবু বাড়িয়ে দেন সাহায্যের হাত। আর্থিক সাহায্য হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয় মৃত রাজমিস্ত্রির পরিবারের হাতে। সমাজসেবী কৃষ্ণ মন্ডল এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মৃতের পরিবার বর্গ।

আরও পড়ুন -  Indian Cricketer: পরকীয়ায় জড়িয়ে এই ভারতীয় ক্রিকেটার বাধ্য হয়ে করেছেন বিয়ে, বন্ধুর স্ত্রীকে