৬৯৬ নম্বর পেয়ে মালদায় প্রথম শুভদীপ কুণ্ডু, এবছর করোনার জেরে পরীক্ষা বাতিল হয়েছিলো

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। ৬৯৬ নম্বর পেয়ে মালদায় প্রথম শুভদীপ কুণ্ডু।

উল্লেখ্য এবছর করোনার জেরে পরীক্ষা বাতিল হওয়ায় ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্সের ভিত্তিতে নম্বর দেওয়া হয়। গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও একই নিয়মে প্রকাশিত হয় মাধ্যমিকের রেজাল্ট। সেখানে ৬৯৬ নম্বর পেয়ে মালদার সম্ভবত প্রথম শুভদীপ কুণ্ডু। সে ললিত মোহন হাই স্কুলের ছাত্র। বড় হয়ে চিকিৎসক হতে চাই শুভদীপ। ছয়টি শিক্ষক ছিল তার। শখ বলতে সিনেমা দেখা। এদিকে শুভদীপের এত ভালো রেজাল্টে খুশি তার পরিবার।

আরও পড়ুন -  Kisi Ka Bhai Kisi Ka Jan: দর্শকমহলে প্রতিক্রিয়ায় হতাশার ছাপ! ‘কিসিকা ভাই কিসিকা জান’ দেখে