রেকর্ড ভাঙলো বুধবার কলকাতায়, পেট্রোলের দাম

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   রেকর্ড ভাঙলো বুধবার কলকাতায় । কলকাতা শহরে সেঞ্চুরি করেছিল পেট্রোলের দাম। বৃহস্পতিবার একই অবস্থা পেট্রোলের দাম।

কলকাতায় ইন্ডিয়ান ওয়াটার পাম্প এ পেট্রোলের দাম লিটার প্রতি ৪২পয়সা পড়ে গিয়েছে। ফলে বর্তমানে পেট্রোলের দাম হয়েছে ১০০ টাকা ৬২ পয়সা। অন্যদিকে রাজধানী দিল্লিতে ও পেট্রোলের দাম সর্বকালের রেকর্ড হয়ে গেছে। বর্তমানে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০০ টাকা ৫৬ পয়সা। বেঙ্গালুরু, পুনে এবং হায়দ্রাবাদের পেট্রোলের দাম ১০০ টাকার উপরে চলছে। কোথাও নব্বইয়ের ঘরে তো আবার কোথাও ১০০ ছাড়িয়ে গিয়েছে। কবে যে পেট্রোলের দাম আবার নিয়ন্ত্রণে আসবে সেই ব্যাপারে কেউ তেমন ভাবে কিছুই জানেনা। এমনকি খোদ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কোন সদুত্তর দিতে পারছেন না।

আরও পড়ুন -  অপরিশোধিত তেলের দাম কমছে, পেট্রোল ও ডিজেলের দাম আজ কত কলকাতায়?

বাণিজ্য নগরী মুম্বাইতে সব থেকে বেশী দাম পেট্রোলে। মুম্বাইতে পেট্রোলের সর্বোচ্চ দাম ১০৬ টাকা ৫৯ পয়সা। গত ২৯ মে থেকেই মুম্বাইতে শুরু হয়েছিল পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি। মুম্বাইতে পেট্রোলের দাম ১০০ টাকার উপরে অনেকদিন ধরেই রয়েছে।

আরও পড়ুন -  Manjusha Neogi: মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর, রহস্যমৃত্যু!