কংক্রিটের সেতু ভেঙে দেওয়া হলো, জলের ধারা কে বাধা দিয়েছিলো, অবৈধ ভাবে তৈরী

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   তপসিবাবা মন্দিরে কাছে অবৈধ ভাবে তৈরী করা কংক্রিটের সেতু ভেঙে দেওয়া হল ইরিগেসন দপ্তরের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে আসানসোলে মেঘলা আকাশ ও বৃষ্টি হচ্ছিল বিক্ষিপ্ত ভাবে, তার মধ্যেই ইরিগেশন দপ্তরের আধিকারিকরা সেখানে পৌঁচ্ছে জেসিবি মেশিন দিয়ে ব্রিজ টি ভাঙার কাজ শুরু করেন। আসানসোল উত্তর থানার অর্ন্তরগত তপসিবাবা এলাকায় এই ব্রিজটি অবৈধ ভাবে তৈরী করা হয়েছিল বলে অভিযোগ পাওয়ার পরে প্রশাসনিক স্তরে অভিযোগ জমা পড়ে। যাতে বর্ষার সময় নিকাশি জল আটকে যায়, ফলত আসানসোলের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এদিন ইরিগেশন দপ্তরের এক আধিকারিক বলেন, কোন পারমিশন ছিল না। জলের ধারা কে বাধা দিচ্ছিলো। তাই এইটা ভেঙে দেওয়া হলো। স্টাব করছে তাই এই কংঙ্কিটের অস্থায়ী সেতুটি ভাঙার সময় উত্তর থানার পুলিশ মোতায়েন ছিল। বিষয়টি নিয়ে আসানসোল পুর নিগমের প্রশাসক বোর্ড এর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা আরো আগে ভেঙে দেওয়া উচিত ছিল। আমরা করতে পারিনি, ইরিগেশনের অসুবিধা ছিল। এই জলটা নদীর উপর দিয়ে যাবে। এরকম যেখানে যেখানে আছে সব ভাঙা যাবে। অস্থায়ী এই কংক্রিটের সেতুটি ভেঙে দেওয়াই জল নিকাশিতে সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয় মানুষরা।

আরও পড়ুন -  Mouni Roy: দীর্ঘ জল্পনার অবসান, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী মৌনি রায়