ঠোঁট নাড়ছে ভোর

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ 

 

ঠোঁট নাড়ছে ভোর

কুয়াশার ভেতর ঠোঁট নাড়ছে ভোর
ঝিরিঝিরি হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল
গায়ে তার কুয়াশার ঘ্রাণ
সারা রাতের অশ্রু খুইয়ে খালাস চোখ দেখছে
ফুল ঝরে পড়ছে ঈশ্বরের পা’য়
পাখির প্রার্থনায় মুখরিত সকাল
নতুন রোয়া ধানখেতে অন্নচিন্তা পৃথিবীর

আরও পড়ুন -  বাঁচার অহঙ্কার

থাক যত ক্ষতদাগ, আঁচল বহন করুক বেদনা ভার
চোখের বাসনায় যে রাত বেঁচে আছে
এককুচি জোসনা প্রার্থনায়
জেগে থাক নিভৃতের কাঙ্খিত সাধ

খুকু ভূঞ্যা। লেখিকা।

জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার জলচক সংলগ্ন জঁহাট গ্ৰামে।
সাল: ১৯৮৪ ২২শে অক্টোবর
মা: শ্রীমতী রাধারানী মাইতি।
বাবা: শ্রী রবীন্দ্রনাথ মাইতি।
পেশা: গৃহবধূ।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক।
লেখালেখি শুরু ২০১২ সাল থেকে।
প্রকাশিত কাব্যগ্ৰন্থ:
১: লেপের আদর খোঁজে ফুটপাত।
২:মাটি পাঠ।
৩: চন্দনে সাজিয়ে দাও কান্না।

আরও পড়ুন -  সমস্ত বেসরকারি উপগ্রহ চ্যানেলের জন্য