খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ বর্তমানে করোনাভাইরাস অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তাই এই পরিস্থিতিতে সোমবার থেকে ১৪ টি ইন্টারসিটি এক্সপ্রেস চলাচল করবে বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেলওয়ে। সোমবার থেকে ১১ টা ইন্টারসিটি এক্সপ্রেস চলবে। মঙ্গলবার থেকে আরও তিনটি ইন্টারসিটি এক্সপ্রেস এর যাত্রা শুরু করবে। ট্রেন গুলি রুট পরিবর্তিত হচ্ছে না, তবে এই ট্রেনে চলতে গেলে যাত্রীদের যথাযথ করোনাভাইরাস বিধি মানতে হবে। অন্যান্য বিধির কোনো রকম পরিবর্তন হবে না। পূর্ব রেল জানিয়ে দিয়েছে, ২৮ ও ২৯ জুন যাত্রা করার জন্য 02341, 02342, 02337 02338, 02339, 03512, 03011, 03012, 03512, 03465, 03187, ও 03188 নম্বর ট্রেনের টিকিট কাটা যাবে সোজা টিকিট কাউন্টার থেকেই।
02341/02342 হাওড়া-আসানসোল- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ( প্রতিদিন চলবে ), 03011/03012 হাওড়া-মালদা টাউন – হাওড়া ইনটারসিটি এক্সপ্রেস (প্রতিদিন চলবে), 02337/02338 হাওড়া-বোলপুর শান্তিনিকেতন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (চলবে প্রতিদিন), 02339 হাওড়া-ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস (প্রতিদিন চলবে), 03187/03188 শিয়ালদা – রামপুরহাট – শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস (প্রতিদিন চলবে ), 03465/03466 হাওড়া – মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ( প্রতিদিন চলবে )।
মঙ্গলবার থেকে চলবেঃ
03511/03512 টাটানগর – আসানসোল – টাটা নগর ইন্টারসিটি এক্সপ্রেস ( মঙ্গলবার, শুক্রবার, এবং রবিবার চলবে ), 02340 ধানবাদ – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ( প্রতিদিন চলবে )।