কসবা ভুয়ো টিকাকান্ডে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর,পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   গতকালই ঘোষণা করেছিলেন তারা সিবিআই তদন্তের দাবি জানাবেন এই ঘটনায়। এবারে টিকা কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন কে চিঠি লিখলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

কোনো একটি কেন্দ্রীয় সংস্থা এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করেন। প্রসঙ্গত উল্লেখ্য, দেবাঞ্জন এর সঙ্গে রাজ্য সরকারের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মন্ত্রীর সখ্য রয়েছে। আগেও অভিযুক্ত দেবাঞ্জন এর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তার আরও অভিযোগ এখানে একটি বড় ষড়যন্ত্র চলছে। শুভেন্দু যুক্তি দিয়েছেন, অসংখ্য মানুষ এই টিকা গ্রহণ কেন্দ্র থেকে টিকা গ্রহণ করেছেন। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে তার দায় কে নেবে?ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। সন্দীপন দাস নামক একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী এই মামলা করেছেন ঘটনা সম্পূর্ণ সিবিআই তদন্তের জন্য। মামলাকারী আদালতে জানিয়েছেন, রাজ্যে ভ্যাক্সিনেশন নিয়ে চরম অনিয়ম চলছে।

আরও পড়ুন -  নরেন্দ্র মোদী দিল্লী থেকে দু পকেট ভরে মিথ্যে নিয়ে আসেঃ অনুব্রত মন্ডল

ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে দেওয়া হোক কেন্দ্রীয় সরকারকে। কারণ, যদি কোনো অঘটন করতো তাহলে এ রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের উপরে তোপ দাগা হতো। দেবাঞ্জন ছাড়া এই ঘটনার পিছনে কারা কারা রয়েছেন সেই নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তিনি অভিযোগ জানিয়েছেন, এই ঘটনার পিছনে শাসক দলের মদত আছে।

আরও পড়ুন -  ডাঃ হর্ষবর্ধনের উপস্থিতিতে লোকসভার অধ্যক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের জন্য সংসদ‌ভবনে ষষ্ঠ মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছেন