পরিবারের অসুস্থ শিশুর পাশে দাঁড়ালেন, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মন্ডল

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    বারবার দরজায় দরজায় ঘুরেছেন। কিন্তু কোন জনপ্রতিনিধি সাহায্যের হাত বাড়াননি। এই খবর পাওয়ার পরই অসহায় এক পরিবারের অসুস্থ শিশুর পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মন্ডল। ওই শিশুর চিকিৎসা সমস্ত দায়িত্বভার তুলে নিলেন নিজের কাঁধে। সম্প্রতি ওই অসহায় অসুস্থ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছিলেন তিনি। এবারে অ্যাম্বুলেন্স করে দিয়ে ওই শিশুকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হল । সমাজসেবী কৃষ্ণ মন্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অসহায় শিশুর মা। উল্লেখ্য পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত সারোদা কলোনির বাসিন্দা বিজলি দেবনাথ। তার ১৩ বছরের শিশু কৃষ্ণ দেবনাথ কিছুদিন আগে ডান দিকে চোট পায়। এরপরই অপারেশনের পর ওই জায়গায় ইনফেকশন ধরা পড়ে। প্রায় একমাস মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা জানিয়ে দেন মালদায় সম্ভব নয় এই চিকিৎসা নিয়ে যেতে হবে কলকাতা।

আরও পড়ুন -  Megha Clothing Donation Camp: কালী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো মেঘা বস্ত্রদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এরপরই ওই অসুস্থ শিশুর মা রাজনৈতিক দলের প্রতিনিধিদের দরজায় দরজায় ঘুরেছেন কিন্তু কোনও সাহায্য পাননি। ঠিক এমন সময় সমাজসেবী কৃষ্ণ মন্ডল এর নাম জানতে পেরে তিনি যোগাযোগ করেন। অসুস্থ ওই শিশুর সমস্ত দায়িত্বভার তুলে নেন সানি পার্কের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মন্ডল। চিকিৎসার জন্য আর্থিক সাহায্য থেকে শুরু করে কলকাতায় উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করে দেন তিনি। এই বিষয়ে অসুস্থ ওই শিশুর মা বিজলি দেবনাথ কৃষ্ণ বাবু কে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মণ্ডল জানান, তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য মানুষের সেবা করছেন না। অথচ কিছু কিছু রাজনৈতিক নেতা তার নাম করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। মানুষের পাশে দাঁড়াতে মানুষকে সাহায্য করতে তার ভালো লাগে তার জন্যই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন -  Iftar Party: ইফতার পার্টি, মালদা বার এসোসিয়েশনের উদ্যোগে