খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ শিল্পী পরমা বন্দোপাধ্যায়, আপাতত হাসপাতালে ভর্তি আছেন তিনি। তার বা চোঁখের প্রায় ৮০% শতাংশ খুইয়ে ফেলেছেন। অভিনেত্রীর কথায় শুক্রবার থেকেই তিনি নাকি তার বা চোখে ঝাপসা দেখছিলেন। এরপরেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বর্তমানে হাসপাতালে ভর্তি। এদিন সোশ্যাল মিডিয়ায় পরমা লেখেন, “কোভিড থেকে সাবধান। এই রোগে আপনি হয়তো বেঁচে যেতে পারেন, কিন্তু আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি কোনও আগাম সতর্কতা ছাড়াই নষ্ট হয়ে যেতে পারে।” এছাড়াও পরমা জানান, “আমি জানি না আমার বর্তমান পরিস্থিতি কী…জানি না আমি আমার দৃষ্টি ফিরে পাব কিনা, তবে চিকিৎসা চলছে…।” আপাতত গায়িকার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা। উল্লেখ্য, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসতে চলেছে খুব শীঘ্রই। এইবার এই ভাইরাস থেকে রেহাই পাবে না বাচ্চারাও। একটা সময় তিনি বাংলা গেম শো ‘রোজগার গিন্নি’র উপস্থাপক ছিলেন। তবে তিনি একজন প্রতিষ্ঠিত গায়িকা। ‘এলার চার অধ্যায়’, ‘ভূতের ভবিষ্যত’ এর মতন বাংলা মুভিতে গান গেয়েছেন তিনি। গায়িকা পরমা মানসিক ভাবে কিছুটা বিধ্বস্ত ছিলেন। তাই তার বাড়ির একজন সদস্য গণমাধ্যমে জানান, ‘‘কী ভাবে পরমা এই অঘটনের শিকার হলেন আমরা জানি না। চিকিৎসকেরাও বলতে পারছেন না। তাঁদের মতে, কোনও কিছু সংক্রমণের কারণে এই অঘটন ঘটতে পারে। আবার অন্য কারণও থাকতে পারে।’’ প্রায় ৮০ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি আমি। কিছু আর দেখতে পাচ্ছি না। এদিকে কোনও জ্বর নেই, ব্যথাও নেই।’
সার্জারির পর গায়িকা ফেসবুকে তাঁর ছবিও পোস্ট করেছেন। এই পোস্টের মধ্যে দিয়ে পরমা আরও জানিয়েছেন, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার পরেই কলকাতা অন্যতম আই সার্জেন ডাক্তার অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। ডাক্তারের কথায় পরমাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, পরমা ভিএইচকে সিন্ড্রোম নামে এক চোখের অসুখে ভুগছেন। চলছে এখনও নানারকম চিকিৎসা। এই অসুখে নাকি দৃষ্টিশক্তি একেবারেই হারাতে পারেন পরমা। তা নিয়ে আপাতত, দুশ্চিন্তায় রয়েছেন গায়িকা। আর সোশ্যাল মিডিয়ার এই পোস্টের মধ্যে দিয়ে সবাইকে করোনা নিয়ে সচেতনও করছেন তিনি।