খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ কিছুদিন আগেই ছিল পিতৃ দিবস। সেদিনও বাবার সঙ্গে তার ছোটবেলার ছবি পোস্ট করেছিলেন শ্রুতি। সেদিনও সংবাদমাধ্যমে পুরোনো স্মৃতির পাতা উল্টে বলেন, “বাবারা এর বেশি কিছুই চান না,কষ্ট করে সন্তান কে বড় করেন যাতে নিজে যে কষ্ট টা করে লড়াই করেছেন তার চেয়ে যেন কম কষ্ট করে আমরা লড়াই করি।’’ পিতৃ দিবসে যেমন বাপ মেয়ের আদর প্রকাশ্যে এনেছিলেন দেশের মাটির নোয়া অর্থাৎ শ্রুতি দাস, তেমনই বাবার জন্মদিনের দিন সপরিবারে ছবি পোস্ট করেন তিনি। বাবাকে পনচব্যঞ্জনে সাজিয়ে খাবার পরিবেশন করেন তিনি। অবশ্য, রান্নার ক্রেডিট পুরোটাই মাকে দিয়েছেন তিনি। এই জন্মদিন সেলিব্রেশন নিয়ে শ্রুতি ইতিমধ্যে একটা vlog বানিয়ে ফেলেছেন, এবং লিখেছেন শীঘ্রই আসছে।
View this post on Instagram
এদিনের জন্মদিনের পোস্টে ‘দেশের মাটি’ ধারাবাহিকের কিয়ানকে শুভেচ্ছা জানাতে দেখা গেলো। নোয়া কিয়ানের জুটি এই মুহূর্তে জনপ্রিয় জুটি। এর আগে ত্রিনয়নী ধারাবাহিকে শ্রুতি দাসকে প্রথম দেখা যায়। হ্যাঁ, কাটোয়া থেকে কলকাতায় এসেছিলেন পড়াশোনা করতে একটা সময়। মডেলিং ছিল স্বপ্ন। আর একেবারে প্রথম অডিশনে পেয়ে যান সুযোগ। সেই থেকে যাত্রা শুরু। এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া।
