চিলিকে হারাতে পারল না আর্জেন্টিনা, মেসির অসামান্য গোলেও !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   কোপা আমেরিকার প্রথম ম্যাচে আটকে গেল আর্জেন্টিনা। ফ্রি-কিক থেকে অসামান্য গোল করেও চিলির বিরুদ্ধে দলকে জেতাতে পারলেন না লিওনেল মেসি। খেলা শেষ হল ১-১ গোলে। শুরু থেকেই দাপট ছিল আর্জেন্টিনার। ৩২ মিনিটের মাথায় ফ্রি-কিক নিতে আসেন লিওনেল মেসি। চিলির প্রাচীর ভেদ করে মেসির ধনুকের মতো বাঁকানো শট টপ কর্নার গিয়ে গোলে ঢোকে। ১,৬৭২ দিন পর সরাসরি ফ্রি কিক থেকে গোল করলেন লিও। আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোল পরিসংখ্যান দাঁড়াল ৩৯ ম্যাচে ৭৩। পাশাপাশি তিনি আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডও ভেঙে দিলেন। এরপর ৫৭ মিনিটে পেনাল্টি পায় চিলি। ভিদালের শট আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ আটকে দিলেও উড়ে আসা বল হেড করে গোলে ঢুকিয়ে দেন ভার্গাস।

আরও পড়ুন -  Weather Update: পুড়বে বাংলা চৈত্রের শেষে, আবহাওয়ার কি রকম আগামী কয়েকদিন?