পৃথিবীটা বৃক্ষরোপণের নেশায় সংক্রামিত হোক

Published By: Khabar India Online | Published On:

পৃথিবীটা বৃক্ষরোপণের নেশায় সংক্রামিত হোক

সুমনা বাগচী ( লেখিকা )

সারাদেশ জুড়ে যখন একটু অক্সিজেনের আশাতে প্রতিটা প্রান ওষ্ঠাগত,
ঠিক তখনই সাজো সাজো রবে ধ্বনিত হলো বৃক্ষরোপণ উৎসব।

কিছুক্ষণের জন‍্য মনে হচ্ছিলো,
আলাদিনের আশ্বর্য‍ প্রদীপের সেই দৈত‍্যটা অথবা ফেয়ারি টেলসের পরীটা
তার জাদুকাঠি ঘুরিয়ে এক নিমেষে সবটা ঠিক করে দিয়ে বললো….
“নে, তোদের সব দুঃখ কষ্ট যন্ত্রণা মুছে দিলাম; তোরা চিরসবুজ থাকিস”।
বেশ ভালো লাগছিলো;
মনে হচ্ছিলো হঠাৎ ঘুম ভেঙে কোনো অজানা সবুজ বনানীতে বিচরণ করছি।

আরও পড়ুন -  Cristiano Ronaldo: রোনালদো-জর্জিনা'র পুত্র সন্তান না ফেরার দেশে !

সময়টাকে যদি প্রেমিক ভাবি, প্রকৃতিকে যদি ভাবি প্রেমিকা,
তাহলে ওদের আমি অনুরোধ করবো,
তোমাদের প্রেমস্পর্শে মর্ত‍্যবাসীর হৃদয়ে বৃক্ষরোপনের নেশাটা এতোটাই সংক্রমিত করে দাও
যেন প্রতিটা বাড়ি হয়ে ওঠে সবুজে ঘেরা,
প্রতিটা শহরে ঘিরে থাকে সবুজ বনানী,
প্রতিটা দেশের প্রতিটা কোণে বিরাজ করে সবুজ হরিৎ।

আরও পড়ুন -  Medal: পেটের টিউমারকে উপেক্ষা করে, পদক নিয়ে বাড়ি ফিরলেন টেকমি সরকার

আবার সাজো সাজো রবে যেনো সবাই বলে ওঠে….
“গাছ লাগাও প্রাণ বাঁচাও”
“একটি গাছ একটি প্রাণ” ।।