খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ ইয়াসের তাণ্ডবে বিধ্বস্ত হিঙ্গলগঞ্জের সাধারণ অসহায় মানুষদের হাতে ত্রাণ বিতরণ করার সময় সায়ন্তিকা সোশ্যাল মিডিয়ায় লেখেন পাশে আছি হিঙ্গলগঞ্জ হ্যাশ ট্যাগ দিয়ে, ”ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের মা বোনেদের হাতে আমাদের সাধ্য মতো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা প্রদান…” । সেখানকার মানুষদের বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা করেন অভিনেত্রী ত্রাণের পাশাপাশি। একুশের নির্বাচনে বাঁকুড়া থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিকে পরাজিত হয়েও মানুষের পাশে থাকতে চান অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এরই মধ্যে কোভিড রোগীদের জন্য দু’টি অ্যাম্বুল্যান্সও চালু করতে উদ্যোগী অভিনেত্রী। এমনকি বাঁকুড়া স্টেডিয়ামে একটি সেফ হোম গড়ে তোলার কাজও করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
সায়নী ঘোষের, পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।