না-বলা কথা

Published By: Khabar India Online | Published On:

 

খবরইন্ডিয়াঅনলাইনঃ

না-বলা কথা

মৌলি বণিক। লেখিকা।

মৌলি বণিক

অন্ধকারে বন্ধ আগল ঘরে
কুলুকুলু ধ্বনি,
সর্বনাশ ছুঁয়ে যাবার পরে
একি সম্মোহনী!

এলোমেলো সুখ পড়ছে ঝরে
সঙ্গে তুমুল ঝড়,
সর্বনাশ বুঝি এমনি করে
ভাঙতে আসে ঘর?

আরও পড়ুন -  শরীর ডুবিয়ে দিয়েছি

বৃষ্টিমাস- তবু শুকিয়ে মরে
খরায় ভরা প্রাণ-
সর্বনাশ এসে নিয়েছে কেড়ে
বৃষ্টিদিনের গান।

বিদ্যুৎ ছোটে যে দৃষ্টি সফরে
বৃষ্টি মুষলধার,
সর্বনাশ ও ছিন্ন পত্র ওড়ে
তুমুল দুর্নিবার।

আরও পড়ুন -  Earthquake-Nepal: শক্তিশালী ভূমিকম্প নেপালে

ডাক পাঠালে সত্যি বৃষ্টি ঝরে?
অবারিত আগল-
শোনাবি কি বৃষ্টিফোঁটার স্বরে ?
প্রতীক্ষারা প্রবল।।