তৃণমূল কংগ্রেস, এবার বাংলার বাইরে জয় করতে তৈরী হচ্ছে, প্রথম সাংগঠনিক বৈঠক থেকেই ঘোষণা অভিষেকের

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজে নিযুক্ত হওয়ার পর থেকেই সর্বভারতীয় ক্ষেত্রে দল কিভাবে এগিয়ে যাবে সেই রূপরেখা তৈরি করতে ব্যস্ত হয়ে গেলেন তিনি। পদোন্নতি হওয়ার পরে প্রথম সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, কোন কোন রাজ্যে তৃণমূল কংগ্রেসের ইউনিট খোলা হবে এবং সেগুলোকে কিভাবে বাড়ানো হবে, এবং কিভাবে ওই ইউনিটগুলিকে মেইনটেইন করা হবে তা নিয়ে সমস্ত প্ল্যানিং তৈরি হবে।

আরও পড়ুন -  সৌজন্যের অনন্য নজির, প্রধানমন্ত্রী মোদিকে আম পাঠালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় !

অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেসের যে রাজ্যে যাক না কেন সেই রাজ্যে শুধুমাত্র ভোটের লড়াই করতে যাবে না, বরং তাদের লক্ষ্য থাকবে সেই রাজ্যকে সসম্মানে জয় করা। ২১ বিধানসভা নির্বাচনের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পিসি ভাইপো বলে কটাক্ষ করে আসছে ভারতীয় জনতা পার্টি। এদিন সেই নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্যকে উপদেশ দিলেন, যাতে তিনি দিল্লির নেতাদেরকে বলেন একটি নতুন আইন আনতে যেখানে লেখা থাকবে কোন নেতার বাড়ির কেউ রাজনীতি করতে পারবে না। তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকে একতরফা কুৎসা এবং প্রচার বন্ধ করার উপদেশ দিলেন তিনি। বিরোধীদের উদ্দেশ্যে তার বার্তা গঠনমূলক আলোচনা করুন, এখানে কুৎসা করে কোন লাভ নেই।

আরও পড়ুন -  Health ATM: হেলথ ATM আসছে, রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য রক্ষায় নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ

এই প্রসঙ্গে তিনি অমিত শাহের পুত্র জয় শাহের প্রসঙ্গ তুললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে অভিষেক বলেন তৃণমূল এমন একটা দল যেখানে ওয়ান ম্যান আর্মি। গোটা দেশের তৃণমূল একটা ভালো জিনিস করতে চাইছে। সেখানেই তৃণমূল বিরোধীরা তাদেরকে বাধা দিচ্ছে। এছাড়াও বিজেপির বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তুলে তিনি বললেন যাদের ছেলে এমপি তাদেরকে আগে সরানো দরকার, পরে অন্যদের দিকে চিন্তা করা উচিত।

আরও পড়ুন -  Sri Lanka: প্রধানমন্ত্রীর বাসভবনে সংঘর্ষ, আহত ১০, শ্রীলঙ্কায়