খবরইন্ডিয়াঅনলাইনঃ
স্মৃতির সাভার ( শ্রদ্ধেয় সেলিম আলদীন )
জেবুননাহার জনি ( বাংলাদেশ )

আকাশ ধোয়া বৃষ্টির শহরআমার সেরা পেছন ফেরা পথ-
বিকশিত প্রণয়নে বৈদিক চিহ্নে
ছন্দিত স্পন্দনে দীঘল তরঙ্গের সমীকরণে
জীবন জাড্যর ক্রান্তিকালে শেকড়
আরও পড়ুন - রেলের ৩১শে মার্চ থেকে বিশেষ ট্রেন পরিষেবা বন্ধ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ার খবর বিভ্রান্তিকর
রোদের পিঠে হেলিয়ে দেয় সুখের পৈতা
নিযুক্ত শূন্যতা ঢেকে মুমুর্ষ দীর্ঘশ্বাসে
রকমারী ঝলকে পাল তুলে নদী তীরে
মাধুকরী জল ছলকে ওঠে নৌকা ভীরে
সুশৃঙ্খল ঢেউয়ের অতল পানিগ্রহনে
ক্রমাগত শূণ্যতা অতিক্রমের অনিয়মে
উপমা শেষে যবনিকার সূচনায়…