Bharat Sebashram Sangh, ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কাজ শুরু করল

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, দক্ষিণ ২৪ পরগণাঃ   ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের বিভিন্ন শাখার উদ্যোগে পুর্ব মেদনিপুর ও দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকায় ত্রাণ কাজ শুরু করেছে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন -  Rashmika Mandana: রশ্মিকা মন্দানা এবার বলিউড কাঁপাতে এসে গেল! কোন নায়কের সাথে কাজ করবেন?

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দুই ২৪ পরগণা,পুর্ব মেদনীপুর ও কলকাতা সহ, শহরতলীর বিভিন্ন জায়গায় তারা ত্রাণ কাজ শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগণায় সঙ্ঘের শাখা কেন্দ্র গুলিতে বহু মানুষকে উদ্ধার করে আশ্রয় দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Bharat Sebashram Sangh: পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় কে শেষ শ্রদ্ধা ভারত সেবাশ্রম সঙ্ঘের 

তাদের ওইদিন থেকেই রান্না করা খাবার দেওয়া হচ্ছে। গঙ্গা সাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভিতরে জল ঢুকে গেছে। গঙ্গাসাগর ছাড়াও হোড়খালি, মৌসুনী দ্বীপ ও পুর্ব মেদনীপুরের বিভিন্ন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় রান্না করা খাবার দেওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন -  আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলীয় অধিকর্তা কি জানালেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃষ্টি নিয়ে?