Bharat Sebashram Sangh, ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কাজ শুরু করল

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, দক্ষিণ ২৪ পরগণাঃ   ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের বিভিন্ন শাখার উদ্যোগে পুর্ব মেদনিপুর ও দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকায় ত্রাণ কাজ শুরু করেছে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন -  Hurricane Fiona: ডোমিনিকান রিপাবলিক হারিকেন ফিওনার তাণ্ডবে বিপর্যস্ত, নিহত ৩

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দুই ২৪ পরগণা,পুর্ব মেদনীপুর ও কলকাতা সহ, শহরতলীর বিভিন্ন জায়গায় তারা ত্রাণ কাজ শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগণায় সঙ্ঘের শাখা কেন্দ্র গুলিতে বহু মানুষকে উদ্ধার করে আশ্রয় দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Chandan Mitra: প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক চন্দন মিত্র, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন

তাদের ওইদিন থেকেই রান্না করা খাবার দেওয়া হচ্ছে। গঙ্গা সাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভিতরে জল ঢুকে গেছে। গঙ্গাসাগর ছাড়াও হোড়খালি, মৌসুনী দ্বীপ ও পুর্ব মেদনীপুরের বিভিন্ন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় রান্না করা খাবার দেওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন -  Suhana Kopi: সুহানা'র কপি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এই মহিলা কে ?