” স্যালুট ভালবাসা “

Published By: Khabar India Online | Published On:

” স্যালুট ভালবাসা “

জোছনা হক ( বাংলাদেশ )

পৃথিবীর সকল মায়া’রা একসাথে মরে যেতে নেই,
এখনো ভোর হয়, সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত,
দুচোখ খুললে পছন্দের আকাশে এখনো কিছু প্রিয় রঙ, সবুজে কিছু ফুল সমুদ্রে কিছু ঢেউ বুকে আছড়ে পড়ে
তারমানে ভালবাসা মরতে নেই,
স্যালুট ভালবাসা।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে কি হেরফের ঘটল! কলকাতায় বাজারদর কত?
জোছনা হক। লেখিকা।

সত্যের চেয়ে সুন্দর কোন গল্প নেই,
আমি যা হতে চেয়েছি তোমার, এ নিয়ে আমার আর কোন খেদ নেই,
আমি দান করেছি আমার পূণ্য জীবন, এ যেন শূন্য পাত্র, এই পাত্রে আমি ঢেলেছি আমার সৌন্দর্য, যৌবনের শ্রেষ্ঠ সময়।
অযথা দুর্ভাগ্যের অপমানে জর্জরিত এ কেমন যন্ত্রণা?
সইতে পারেনা আমার বেকুব আত্মা, আমার অভ্যন্তরে যেখানে রাত্রির খাম মুড়ে ফেলে পৃথিবীর মরীচিকা, ভুবনের কন্দরে ভাসে কোন বেঈমানের প্রতিচ্ছবি,
তখন অস্থির হয়ে খুঁজি সেই সুদূর অতীত,
না, এমন তো হওয়ার কথা নয়।
এমনটা নয়, কোথাও ভুল হচ্ছে!
বুকের ভেতর প্রতিধ্বনির আওয়াজে কাঁপে ফের,
আবার শব্দের সাথে দৃশ্যর প্রতিমা জুড়ে তৈরি করি কতো কথা।
ভোর দেখি, পাখিদের সাথে মিশি, রঙের সাথে খেলি, রাতের নিস্তব্ধ আকাশে উড়াই সুখের ফানুস।
” স্যালুট ভালবাসা।”

আরও পড়ুন -  বাদলা_দিনে