টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মাইথন ও পাঞ্চেত ড্যাম্পের ওপর চাপ বাড়ার আশঙ্কায় দুর্গাপুর ব্যারেজ থেকে 18000 হাজার কিউসেক জল ছাড়া হল। মঙ্গলবার রাত্রি থেকে বুধবার সকাল পর্যন্ত এই জল ছাড়া হয়েছে। সেচ দফতরের আধিকারিক গৌতম ব্যানার্জী ফোনে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি এখনও। তবে সতর্কতা জারি রয়েছে, প্রশাসন তৎপর রয়েছে বলে সেচ দফতরের এই আধিকারিক জানিয়েছেন। নদীতে যাতে কোনো মৎস্যজীবি বা স্নান করতে না নামে সেই নিয়ে সতর্কতা করা হয়েছে। তবে এখনও দুর্গাপুর দামোদরে নৌকায় মাছ ধরতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন - Kojagari Lakshmi Puja: অগ্নি মূল্য বাজার দর, তার ওপরে মুষলধারে বৃষ্টি, কোজাগরী লক্ষী পুজো