নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ নব বারাকপুর করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের অভাবে এগিয়ে এলেন। নব বারাকপুর ক্লাব সমন্বয় কমিটির আহ্বায়ক অন্যতম সদস্য প্রবীর সাহার উদ্যোগে অক্সিজেন পার্লারে উদ্বোধন করলেন স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশিষ্ট সমাজসেবক সুখেন মজুমদারের সহযোগিতায় এই অক্সিজেনের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নব বারাকপুরের মানুষ সবসময় বিপদের দিনে হাতে হাত রেখে কাজ করে থাকেন। করোনা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য এগিয়ে এলেন। সবার মুখে হাসি ফোটাতে চেষ্টা করে দিনে-রাতে মানুষের সেবায় ছুটে যান পরিষেবা দিতে, এটাই বড় সম্পদ সুখেন দাস বলেন, আমরা সবসময় চেষ্টা করি এলাকার মানুষরা সুস্থ জীবন নিয়ে এই সমাজকে উন্নত করতে কোন সময়কে কিভাবে অতিক্রম করতে হবে তার জন্য আপনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে।
ইতিমধ্যে পুরুষ ও মহিলাদের জন্য সেভ হোমের ব্যবস্থা করা হয়েছে। নব বারাকপুর পুরসভার সহযোগিতায় বিনামূল্যে অক্সিজেন দেওয়া হবে, থাকছে চিকিৎসা ব্যবস্থা। প্রয়োজনে আপৎকালীন চিকিৎসার জন্য থাকছে কয়েকটি শয্যা। অক্সিজেন নিয়ে কোন রকম চিন্তা করতে হবে না। নব বারাকপুর ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে উপস্থিত ছিলেন মুখ্য প্রশাসক তৃপ্তি মজুমদার। ৩১১ জন প্রান্তিক মানুষের হাতে বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারি পোর্টেবেল অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন বিনামূল্যে।