বর্বর গণহত্যা নিয়ে চিত্রনায়িকা বুবলী কি বললেন ? ফিলিস্তিনি ঘটনা সম্বন্ধে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   টানা অষ্টম দিনের মতো বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। ৫৫ শিশু, ৩৪ নারীসহ দুই শতাধিক বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে বোমা মেরে হত্যা করেছে দখলদার বাহিনী। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনিদের এ চরম দুর্দিনে মুখে কুলুপ এঁটে বসে আছে। তবে বিশ্বজুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ সেভ প্যালেস্টাইন লিখে নিরপরাধ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন -  Kriti Sanon: কৃতী শ্যাননের আপত্তি নেই ঘনিষ্ঠ হতে, দীপিকার সঙ্গে

গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের নানা অঙ্গনের তারকারা। আর সবার মতো ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। রবিবার নিজের ফেসবুকে লেখা বুবলীর সেই স্ট্যাটাস পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিন দেশটিতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল!

আরও পড়ুন -  ১৯০০ ফিলিস্তিনি নিহত ইসরায়েলের হামলায়

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে। নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই!’

আরও পড়ুন -  Turkey: বুবলী তুরস্কে গিয়ে ভালোবাসার সমস্যায় !

বুবলী লেখেন, ‘এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তাণ্ডব? বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।