প্রবীণ নাগরিকেরা বিক্ষোভ দেখান, রেল হাসপাতালে করোনার প্রতিষেধক নেবার জন্যে ম্যাসেজ পাঠানো হয়, এসে দেখলেন নেই !

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   আসানসোলের রেল হাসপাতালে শনিবার করোনার প্রতিষেধক নিতে গিয়ে বিশেষ করে প্রবীণ মানুষেরা সমস্যার সম্মুখীন হন। করোনার প্রতিষেধক নিতে উপস্থিত হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, আগে থেকেই তাদের প্রতিষেধক নিতে আসার জন্যে ম্যাসেজ পাঠানো হয়।

আরও পড়ুন -  সরকারি কর্মীরা দুটি বড় উপহার পেতে চলেছেন, ব্যাঙ্কে ঢুকবে বকেয়া

সেই অনুসারেই তারা রেল হাসপাতালে প্রতিষেধক নিতে উপস্থিত হয়েছিলেন।

কিন্তু হাসপাতালে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করার সময় তাদের জানানো হয় আজ প্রতিষেধক দেওয়া হবে না। এরফলে উপস্থিত প্রবীণ নাগরিকেরা বিক্ষোভ দেখান।

আরও পড়ুন -  রেডিও নেটওয়ার্কের ওপর ভিত্তি করে দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলেও টেলিযোগাযোগ পরিষেবা পৌঁছে দিতে ভারত এয়ার ফাইবার ব্যবস্থার সূচনা করেছেন শ্রী সঞ্জয় ধোত্রে