32 C
Kolkata
Monday, July 8, 2024

ঘরেই Self Study করে কৃষক কন্যা আজ IAS, আসুন জেনে নিন তার সাফল্যের গল্প

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ঘরেই বসেই কৃষক কন্যা আজ IAS, আসুন জেনে নিন তার সাফল্যের গল্প- তপস্যা একটি ছোট গ্রামে থাকতেন তাই আশেপাশের লোকজনের ধারনা ছিল মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হয়। তাদের বেশি পড়াশোনা করে কোন লাভ নেই কারণ সর্বশেষে তাদের যেতে হবে শ্বশুরবাড়িতে। তবে একদিক থেকে তাপস্যা খুবই ভাগ্যবান ছিল যে তার পরিবার সেই গ্রামে থাকা সত্ত্বেও তারা গ্রামের লোকের মত ধারণা ছিল না। তার পরিবারের লোক তাকে সব সময় সমর্থন করে এসেছে। তার পড়াশোনার জন্য যা যা দরকার সবই তারা তাকে হেল্প করতেন।

আরও পড়ুন -  Surprise: ‘ফর-এভার’: প্রিয়াঙ্কাকে দারুণ সারপ্রাইজ, নিকের

তাপস্যা ওপর তার নিজের যতটা ভরসা ছিল তার পরিবারের লোকেদের তার ওপর তার চেয়েও বেশি ভরসা ছিল। পরিবারের এত ভরসা এত সমর্থন থাকার ফলে সে দ্বিতীয় চান্সে ইউপিএসসি পরীক্ষা পাস করে। 22 নভেম্বর 1992 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি জোভা গ্রামের বাসিন্দা। তিনি যৌথ পরিবারে বড় হয়ে ছিলেন তাই তিনি ছোট থেকে সবার ভালবাসায় পেয়েছেন। তিনি ছোট থেকেই মেধাবী ছিলেন। তিনি 2017 সালে ইউপিএসসি পরীক্ষা পাস করেন এবং 23 তম স্থান অর্জন করেছিলেন।তপস্যা 8 থেকে 10 ঘন্টা পড়তো। তপস্যা ইউ পি এস সি পরীক্ষার্থীদের জন্য বলেছিলেন যে, যদি আপনি এই পরীক্ষায় পাশ করতে চান তবে আপনাকে দৃঢ় সংকল্প কঠোর পরিশ্রম এবং সততার দাঁড়ায় করতে পারবেন।

আরও পড়ুন -  ১৪ ই মার্চ জঙ্গলমহলের রায়পুর সবুজ সংঘের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর

Latest News

দর্শক কি আবার রেকর্ড ভাঙবে? কি থিমে এবারের পূজায় অংশ নেবেন শ্রীভূমি?

দর্শক কি আবার রেকর্ড ভাঙবে? কি থিমে এবারের পূজায় অংশ নেবেন শ্রীভূমি? দুর্গাপূজা (Durgapuja) আসতে 100 দিনেরও কম বাকি। বাংলার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img