টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন, আসানসোল শিল্পাঞ্চলের সাধারণ মানুষ কতোটা সতর্ক হয়ে রাস্তায় চলাফেরা করছেন সেটা দেখতে সকাল থেকে আমাদের ক্যামেরা রাস্তায়।
শনিবার সকালে আসানসোল বাস স্টান্ড সংলগ্ন অঞ্চলে গিয়ে দেখা যায়, টোটো অটো চালকেরা অধিকাংশ মাস্ক ছাড়াই অটো এবং টোটো চালাচ্ছেন।
কোভিড পরিস্থিতির সময় আসানসোল শিল্পাঞ্চলে মিনি বাস ও বড়ো বাস চলাচল কম রয়েছে, তাই এখন ভরসা বলতে অটো এবং টোটো।
কিন্তু পরিস্থিতি দেখে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, মাস্ক ব্যবহার না করে কি ভাবে বেশিরভাগ অটো এবং টোটো চালকরা রাস্তায় যানবাহন চালাচ্ছেন ?
এমনটাই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরার সামনে। দেদার মাস্ক ছাড়া চালকরা যাত্রী নিয়ে যান চলাচল করাচ্ছেন।প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে। এই মহামারী পরিস্থিতিতে কোভিড বিধি না মানার চিত্র ধরা পড়ল আসানসোলের বেশ কিছু এলাকায়। কোন নিয়ম মানার দৃশ্য চোখে পড়লো না।