অভিনেত্রী শিল্পা শেট্টির গোটা পরিবার করোনায় আক্রান্ত, ছোট্ট মেয়ে বাদ যায়নি !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) গোটা পরিবার করোনায় আক্রান্ত। তবে অভিনেত্রীর কোভিড (COVID-19) পরীক্ষার ফল নেগেটিভ। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেকথা।

সোশ্যাল মিডিয়ায় শিল্পা লিখেছেন, “গত ১০ দিন আমাদের পরিবারের কাছে খুবই কঠিন ছিল। আমার শ্বশুর-শাশুড়ি, সমিশা, বিয়ান, আমার মা এবং স্বামী রাজ করোনায় আক্রান্ত। তাঁরা প্রত্যেকেই নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন ডাক্তারের পরামর্শ ও গাইডলাইন মেনে। বাড়ির কর্মচারীদের মধ্যে দু’জন করোনা আক্রান্ত। তাঁদেরও চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপায় এখন সকলেই অনেকটা ভাল আছেন। আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রোটোকল অনুযায়ী সমস্ত সুরক্ষাবিধি মানা হয়েছে। মুম্বাই পুরনিগম ও তাঁর আধিকারিকরা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিয়েছেন এবং সাহায্য করেছেন। এর জন্য কৃতজ্ঞ। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনা করবেন প্লিজ।” ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের মতো তারকারা।

আরও পড়ুন -  আজ গণেশ চতুর্থী, সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে উঠেছে শহর