খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি, তবে কোন গুরুতর উপসর্গ ছিল না তাঁর। বাড়িতেই চলছিল চিকিৎসা, কিন্তু গতকাল রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
Rohit Sardana left us too soon. Full of energy, passionate about India’s progress and a kind hearted soul, Rohit will be missed by many people. His untimely demise has left a huge void in the media world. Condolences to his family, friends and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 30, 2021
করোনা অতিমারিতে চিকিৎসক স্বাস্থ্যকর্মী, পুলিশদের মতনই সাংবাদিকরাও কাজ করে চলেছেন প্রতি নিয়ত। শুধু টিভির পর্দায় নয় সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন স্যোসাল মিডিয়ায়তেও। তেমন গতকাল রাতেও করোনা রুগির জন্য ওষুধের খোঁজ করেছেন স্যোসাল মিডিয়ায়। কিন্তু রাত পোহাতে না পোহাতেই করোনাই প্রাণ কাড়লো তার। ২০০৪ সালে জি মিডিয়ার মাধ্যমে সাংবাদিকতার কেরিয়ার শুরু করেন রোহিত। জি মিডিয়ার জনপ্রিয় টিভি শো ‘তাল থোক কে’র সঞ্চালনায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্তমানে তিনি ‘আজ তক’ টিভি চ্যানেলে কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট চ্যানেলে ‘দঙ্গল’ নামের ডিবেট শো সঞ্চালনা করতেন রোহিত। এছাড়াও ইটিভি নিউজ নেটওয়ার্ক , আকাশবাণীও কাজ করেছেন তিনি। আজই তার মৃত্যু সংবাদ স্যোসাল মিডিয়ায় জানায় সাংবাদিক সুধীর চৌধুরী। তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে সংবাদ জগতে। ট্যুইট করে শোক প্রকাশ করেছেন রাজদীপ সরদেশাই, রজত শর্মাদের মতন একাধিক জনপ্রিয় সাংবাদিক। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সহ একাদিক রাজনৈতিক ব্যাক্তিরা।
अब से थोड़ी पहले @capt_ivane का फ़ोन आया।उसने जो कहा सुनकर मेरे हाथ काँपने लगे।हमारे मित्र और सहयोगी रोहित सरदाना की मृत्यु की ख़बर थी।ये वाइरस हमारे इतने क़रीब से किसी को उठा ले जाएगा ये कल्पना नहीं की थी।इसके लिए मैं तैयार नहीं था।ये भगवान की नाइंसाफ़ी है..
ॐ शान्ति— Sudhir Chaudhary (@sudhirchaudhary) April 30, 2021