লালার নমুনা সংগ্রহ করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা, কেউ মানছেন না শারীরিক দূরত্ববিধি, প্রশাসনের দেখা নেই !

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ জেলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ প্রতিদিনই মৃত্যু হচ্ছে একাধিক মানুষের৷ কিন্তু তাতেও যেন মানুষের কোনও হুঁশ নেই। হাসপাতালে নিজেদের লালা পরীক্ষা করাতে গিয়েও তাঁরা ভুলে যাচ্ছেন করোনাবিধি৷ গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন লালা পরীক্ষার লাইনে। অনেকের মুখে মাস্কও দেখা যাচ্ছে না ? এই পরিস্থিতি চলতে থাকলে করোনা সংক্রমণ আরও ভয়াবহ আকার নেবে বলে মনে করছেন সচেতন মানুষজন৷ এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে তাঁদের৷

আরও পড়ুন -  করিমগঞ্জে ইভিএম-কে কেন্দ্র করে ঘটনা সম্পর্কিত বাস্তাব প্রতিবেদন

শুক্রবার পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে দেখা গিয়েছে এক ভয়াবহ ছবি৷ অনেক মানুষের ভিড়৷ কেউ নিজেদের লালা পরীক্ষা করাতে এসেছেন, কেউ এসেছেন করোনার ভ্যাকসিন নিতে৷ কিন্তু অদ্ভুত বিষয়, করোনার এই তুফানেও কেউ মানছেন না শারীরিক দূরত্ববিধি৷ প্রত্যেকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন এক জায়গায়৷ গায়ে গা লাগছে সবার৷

আরও পড়ুন -  Koel Mallick: সিক্রেট ফাঁস করলেন কোয়েল

অনেকে আবার বাড়ির ছোট বাচ্চাদেরও হাসপাতালে নিয়ে এসেছেন৷ তারই মধ্যে একের পর এক লালার নমুনা সংগ্রহ করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা৷ কিন্তু ভিড় নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের কোনও ভূমিকা কারও চোখে পড়েনি ? প্রশাসনের কাউকে সেখানে দেখাও যায়নি !

আরও পড়ুন -  মন ভেঙে দু-টুকরো, তাই দিয়ে শরীর ঢাকলেন অভিনেত্রী Urfi Javed, নেটজনতা অবাক, Watch Video