পশ্চিমবঙ্গ এ জারি হল আংশিক লকডাউন, জেনে নিন কী কী খোলা থাকবে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   নির্দেশিকা জারি করে অতিমারির সঙ্গে লড়াই শুরু করবে পশ্চিমবঙ্গ। ৮ দফা নির্বাচনের পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছে। এবারে নতুন নির্দেশিকা জারি করে যুদ্ধ পরিস্থিতিতে করোনাভাইরাস এর সঙ্গে মোকাবিলা শুরু করতে চলেছে রাজ্য সরকার। এটাকে সামগ্রিক লকডাউন বলা চলে না কিন্তু আর্থিক ক্ষতি এড়িয়ে একটা আংশিক লকডাউন জারি করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এই লকডাউনে দেখা যাক কোন কোন পরিষেবা বন্ধ থাকবে এবং কোন কোন পরিষেবা খোলা থাকবে।

আরও পড়ুন -  Dance Video: নিজের বাড়ির ছাদে নেচে ভাইরাল তরুণী “সুন্দরী কমলা” গানে, সেই ভিডিও একবার দেখুন

বন্ধ থাকছে রেস্তোরাঁ, বার,সুইমিং পুল, জিম, সিনেমা হল এবং সমস্ত শপিং মল।

আর নির্দিষ্ট সময়সীমার মত খোলা থাকবে বাজার দোকান। বাজার খোলা থাকার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল বেলা ৭টা থেকে ১০ টা এবং বিকেলে ৩ টে থেকে ৫ টা। এছাড়াও সমস্ত সামাজিক অনুষ্ঠানে জমায়েত বন্ধ রাখা হয়েছে। মুদির দোকান এবং ওষুধের দোকান খোলা থাকবে। পরে চিন্তা করে দেখা হবে পুরো লকডাউন হবে কিনা।

আরও পড়ুন -  Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল