আমরা ক’জন
মৌলি বণিক
মরণ উৎসবে জীবনের ইতি একেক লহমায়-
দুঃস্বপ্ন দেখার আগেই দুঃস্বপ্নেরা পৌঁছায় দরজায়।।
জীবনতটে নাচে মরণ ঢেউ, নৈরাশ্য কি নিকষ কালো!
আঘাতে আতঙ্কে ঢেকে যায় আজ আকাশের যত আলো।।
গিরিপথে ছুটছে মানুষ – পথ শেষে হাতছানি দেয় জীবন,
ডাইনে-বাঁয়ে গিরিখাত অতল- ওত পেতে বসে মরণ।।
পিচ্ছিল সুরঙ্ কত দূর পথ কেউ জানেনা খোঁজ,
বাতাস ভরে কান্নারোল, মৃত্যুযজ্ঞে পড়ে ঘৃতাহুতি রোজ।।
সান্ত্বনা শব্দ পারে কি ফেরাতে হারিয়েছে যাকিছু?
কষ্টকথা লেখে অশ্রু ও শোক, ভারবাহী চোখ নীচু।।
জানি, মৃত্যু নয় কখনো জীবনের চরমতম ক্ষতি,
তবু অবেলায় আঁধার আঁকে নিভে যাওয়া যত জ্যোতি।।
এ’মাটি ভীষণ প্রিয় ছিল জেনো, গন্ধ পড়ে মনে,
আমরা ক’জন ঘ্রাণ নেই আজও নিষিদ্ধ ফাল্গুনে।।