শুটিং থেকে ফিরে করোনায় আক্রান্ত Hina Khan, মুম্বইয়ে এখন রয়েছেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   পবিত্র রমজান মাসে হিনা খান (Hina khan) হারিয়েছেন তাঁর সবচেয়ে কাছের মানুষ, তাঁর বাবাকে। ২০ শে এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন হিনার বাবা।

 

View this post on Instagram

 

A post shared by HK (@realhinakhan)

কাশ্মীরে শুটিং করছিলেন হিনা। বাবার মৃত্যুসংবাদ শোনা মাত্রই হিনা শুটিং ছেড়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ হিনা। তাঁর বাবার শেষকৃত‍্য করার পর সোশ্যাল মিডিয়ায় বাবার স্মৃতিচারণ করেছেন হিনা। হিনার কোভিড পজিটিভ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হিনার অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করেছেন।

আরও পড়ুন -  Urfi: আমেরিকান ডিজিটাল ক্রিয়েটর উরফির সাজ নকল করে চর্চায়, নেটজনতা কি বলেছেন?

‘বিগ বস-11′-এর অন্যতম প্রতিযোগী হিনা জিততে না পারলেও কালার্স চ্যানেলের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ‘ইয়ে রিস্তা কেয়া কহলাতা হ্যায়’ সিরিয়ালে ‘অকসারা’-র চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন হিনা। কিন্তু বলিউডে কেরিয়ার গড়ার লক্ষ্য নিয়ে সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন হিনা। তবে ‘কসৌটি জিন্দেগি কি,সিজন-2′ -তে কমলিকার ভূমিকায় অভিনয় করেছেন হিনা।

আরও পড়ুন -  দিতিপ্রিয়া রায়, অভিনেত্রীর জীবনযুদ্ধ ও সাফল্যের গল্প