খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ গোটা দেশে শুধু মাত্র শেষ ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হয়েছে সাড়ে ৩ লাখের কাছাকাছি। বেহাল অবস্থা গোটা দেশের। এত সংখ্যক আক্রান্ত হওয়ায় পাওয়া যাচ্ছে না রোগীদের জন্য বেড। অভাব দেখা গেছে অক্সিজেনের। এই সংকটের সময় এবার দেশের পাশে দাঁড়ালো জোমাটো, ডেলহিভারি ও পেটিএম সংস্থা।
Zomato Feeding India, our not-for-profit has kickstarted the “Help Save My India” endeavour today in association with @delhivery to source oxygen concentrators and related supplies to help hospitals and families in need. pic.twitter.com/60kBYZMrrd
— Deepinder Goyal (@deepigoyal) April 25, 2021
জানা গিয়েছে, জোমাটো কোম্পানির সমাজসেবী সংগঠন জোমাটো ফিডিং ইন্ডিয়া নতুন একটি অভিযান শুরু করেছে যার নাম দিয়েছে, “Help Save My India”। এই অভিযানে তারা কুরিয়ার সংস্থা ডেলহিভারি এর সাথে জোট বেঁধেছে, যাতে তারা এই করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দিতে পারে হাসপাতালে। ইতি মধ্যেই তারা তাদের অভিযানের জন্য ৫০ কোটির তহবিল গঠনের কাজ চালু করে দিয়েছে। তহবিল জমা নেয়ার জন্য জোমাটোর পাশে দাঁড়িয়েছে ডিজিটাল পেমেন্ট অ্যাপ ও ওয়ালেট পেটিএম। গতকাল রবিবার থেকেই তারা তাদের ৫০ কোটি তহবিল গঠনের কাজ শুরু করে দিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, টাকা উঠে গেলেই তারা অক্সিজেন কনসেনট্রেটের যোগানের ব্যবস্থা শুরু করে দেবে।
ডেলিভারি এই উদ্যোগের জন্য তারা তাদের বিমান সংস্থার সঙ্গে যৌথভাবে অক্সিজেন আমদানির জন্য ভর্তুকিযুক্ত চার্টার্ড বিমান চালাবে। প্রসঙ্গত উল্লেখ্য, অক্সিজেনের অভাবে গোটা দেশ উদ্বেগে রয়েছে। দেশের রাজধানী দিল্লিতে প্রায় অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু হচ্ছে। অনেক হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার মুহূর্তে কাতর অনুরোধ করা হচ্ছে অক্সিজেন পাঠানোর জন্য।