বাবার কোলে কি সুন্দর ভাবে চেয়ে আছে ছোট্ট ইউভান, মাকে ছাড়া

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   মুখে কোনো শব্দ নেই। উল্টে হাসে আর ড্যাবড্যাব করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। বর্তমানে শুভশ্রী করোনার জন্য ঘর বন্দী রয়েছেন, কিন্তু রাজ তার ব্যারাকপুর ছেড়ে বাড়ি ফিরেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

এতদিন ভোটের প্রচারে ঘর ছাড়া। সোশ্যাল মিডিয়ায় মিস ইউ জানিয়েছেন।

আরও পড়ুন -  Raw Mango Sherbet: কাঁচা আমের শরবত, গরমে পান করুন, কি দারুন!

শুধু যে আদর করে যাচ্ছেন রাজ তা বিলকুল নয়, দাবী রাখছেন ছেলের কাছে। ৭ মাস বয়স, অত্যাচার করবো আর সহ্য করতেই হবে। রাজের দাবী, বাবা সারাজীবন অত্যাচার করবে আর তা ইউভানকে সহ্য করতেই হবে। এখন সব সময় বাবার আদর খাচ্ছে। রাজ বুজতে দিচ্ছে না, মা শুভশ্রী অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে ছোট্ট ইউভান এর জন্য। এখন কোন উপায় নেই ছেলের কাছে আসার।

আরও পড়ুন -  Online Classes: বাচ্চাদের ক্লাস হচ্ছে অনলাইনে, বিরক্তি কাটাতে কী করবেন ?