সংখ‍্যালঘু BJP-র কর্মীকে মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   নির্বাচনের আগে সংখ‍্যালঘু বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল বিধানসভার খরবা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে। বর্তমানে বিজেপি কর্মী মজনু সেখ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদের কারণে এই ঘটনা ঘটতে পারে। এর সঙ্গে রাজনীতির কোন সংযোগ নেই।

আরও পড়ুন -  Comilla Court: কুমিল্লার আদালতে ইকবাল

বিজেপির অভিযোগ, নির্বাচন না আসার আগেই তৃণমূলের দুস্কৃতিরা তান্ডব চালাচ্ছে। এমন গুন্ডাগিরির বিরুদ্ধে বিজেপি রুখে দাড়াবে।
আক্রান্ত বিজেপি কর্মী মজনুর অভিযোগ,সংখ‍্যালঘু হয়ে বিজেপি করার ফলে তার ওপর হামলা করা হয়েছে। পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা সুমিত সরকার। যদিও গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা দাবি তৃণমূলের ব্লক সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তীর।

আরও পড়ুন -  War Of 1971: ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তি যুদ্ধের গৌরবময় ৫০তম বিজয় দিবস, অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী