টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ভোটের দু’দিন আগে উত্তপ্ত বারাবনি ۔আসানসোল বারাবনি বিধাসভায় গোরান্ডি এলাকায় বিজেপি পক্ষ থেকে এক নির্বাচনী সভার আয়েজন করা হয় বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে। এই সভার আগে স্থানীও তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে লাগে বচসা।
পরবর্তী অংশে হাতাহাতি সৃষ্টি হয়। বিজেপি পক্ষ থেকে প্রার্থী অরিজিৎ রায় অভিযোগ করে, তৃণমূলের স্থানীয় গুন্ডা বাহিনী এসে সন্ত্রাস করার চেষ্টা করছে এবং একটি মটর সাইকেল আগুন লাগিয়ে দেয়। ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বারাবনি প্রসঙ্গে কেন্দ্রও মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ওটাই ওদের চরিত্র ও কেরেক্টার, বলে কিছু লাভ নেই।
অন্যদিকে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং বলেন, বিজেপির পক্ষ থেকে মটর সাইকেল জ্বালানো হয়েছে। ১০০০ জমায়েত নিয়ে শুভেন্দু অধিকারীর সভা করেছেন। অনুমতি ছিল কিনা জানি না। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।