নির্বাচনী প্রচারে এসে হুমকির মুখে পড়ে প্রচারে যোগ না দিয়েই ফিরে যেতে হলো টলিউড তারকাকে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   নির্বাচনী প্রচারে এসে হুমকির মুখে পড়ে প্রচারে যোগ না দিয়েই ফিরে যেতে হলো টলিউড তারকাকে। এমনই গুরুতর অভিযোগ রতুয়া বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী পায়েল খাতুন এর। রতুয়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পায়েল খাতুন এর দাবি আজ ২১ এপ্রিলের তার সমর্থনে একটি রেলিতে হাজির থাকার কথা ছিল বলিউড তারকা ঋত্বিকা সেনের। পায়েল খাতুন এর সমর্থনে একুশে এপ্রিল নির্বাচনী প্রচারে হাজির থাকার বিষয়টি তিনি ভিডিও বার্তার মাধ্যমে ও জানান। নির্ঘণ্ট অনুযায়ী গত ২০ এপ্রিল পায়েল খাতুন এর সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দিতে মালদা এসে হাজির হন বলিউড নায়িকা ঋত্বিকা সেন।

আরও পড়ুন -  Free LPG Cylinder: এলপিজি গ্যাস সিলিন্ডার ঘরে পৌঁছে যাবে, করুন এই কাজ

মালদার একটি বেসরকারি হোটেলে তিনি এসে ওঠেন একুশে এপ্রিল পায়েল খাতুন এর সমর্থনে একটি রেলিতে যোগ দেবেন বলে। সবই ঠিক ছিলো। কিন্তু গতকাল গভীর রাতে তাকে আবার কলকাতা ফিরে যেতে হয়। পায়েল খাতুন এর অভিযোগ বিরোধীদের চাপে পড়ে তাকে ফেরত যেতে হয়। পায়েল খাতুন এর দাবি যাতে তার রেলিতে ঋত্বিকা অংশগ্রহণ না করে সেই জন্য ঋত্বিকা কে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর কর্মজীবন শেষ করে দেওয়া হবে বলে তাকে হুমকি দেওয়া হয়। এমনই অভিযোগ নির্দল প্রার্থী পায়েলের। পায়েল খাতুন এর দাবি গত তিনদিন ধরে টলিউড নায়িকা অঞ্জু ঘোষ কে সঙ্গে নিয়ে প্রচারে ঝড় তুলেছেন তিনি। তাই বিরোধীরা ভয় পেয়েছে। পায়েল খাতুন বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ভয় দেখিয়ে লাভ নেই। জনগণ তার হাতে আছে। রতুয়া বিধানসভায় জয় নিশ্চিত।

আরও পড়ুন -  Kolkata Municipality: বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই নির্বাচনী প্রচার শুরু