ভোটের সময় কৃষকদের কাছে আসছেন এক মুঠো চাল চাইতেঃ রাকেশ টিকায়াত

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   কৃষক বিল নিয়ে বৃহস্পতিবার আসানসোলের মিউনিসিপ্যাল পার্কে অনুষ্ঠিত হল একটি সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মেধা পাটেকর ও কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়াত। এদিন সভায় বক্তব্য রাখেন, মেধা পাটেকর ও কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়াত। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাকেশ টিকায়াত বলেন, ভোটের সময় কৃষকদের কাছে আসছেন এক মুঠো চাল চাইতে। বাংলার কৃষকদের কৃষি দ্রব্যের মুল্য জানতে চাওয়া দরকার। তিনি আরও বলেন, এর পরে আর দেখতে পাওয়া যাবে না এই নেতাদের।

আরও পড়ুন -  Fire: রাগে, দুঃখে, ক্ষোভে ও অভিমানে ধানের জমিতে নিজেরাই আগুন ধরিয়ে দিলেন