ভুট্টা ক্ষেতে ব্যস্ত চাষী

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ
ভুট্টা ক্ষেতে ব্যস্ত চাষী। সারেঙ্গার চিলতোড় গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুর গ্রামে ভুট্টা চাষী বাদল গরাই বলেন সারেঙ্গা ব্লক কৃষি আধিকারিক এর সহযোগিতায় আমাদের এলাকায় বেশকিছু জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। কম খরচে অতি লাভজনক একটি চাষ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন এই চাষে শ্রমিকের খরচা সে ভাবে লাগেনা, শুধু চাষের জন্য সেচের জল ঠিকমতো পেলে এবং একটু পরিচর্চা করলেই ভালো ফলন পাওয়া যায়। কম সময়ে কম খরচে একটি লাভজনক চাষ ভুট্টা চাষ।

আরও পড়ুন -  আধার কার্ডের সাথে রেশন কার্ডের eKYC সময়সীমা বাড়ল