বাংলা নববর্ষে নৃত্য পরিবেশনের মাধ্যমে ভোট প্রচার প্রার্থী সায়নী ঘোষ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে ১লা বৈশাখের সকালে বার্নপুরের বাসস্ট্যাণ্ড থেকে ত্রিবেণী মোড় পর্যন্ত প্রচার সারলেন তৃণমূলের আসানসোল দক্ষিণের তারকা প্রার্থী সায়নী ঘোষ।

এদিনের প্রচার অভিযানে তারকা প্রার্থীর সাথে সঙ্গী হয়েছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। বাংলা বছরের প্রথমদিনে নাচ ও গানের মাধ্যমে প্রচার মিছিলটি এগিয়ে যায়। সেখানে ছোটো ছোটো নৃত্য শিল্পীরা রবীন্দ্র সঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করে।

আরও পড়ুন -  Yash-Ditipriya: যশ এবার রোম্যান্সে মাতবেন, দিতিপ্রিয়ার সঙ্গে!

ছোটোদের নৃত্য পরিবেশন দেখে স্বতঃস্ফূর্ত ভাবে নিজেও গানের তালে নেচে ওঠেন প্রার্থী সায়নী ঘোষ। ক্ষুদে শিল্পীর সাথে প্রার্থীর এই নৃত্য পরিবেশনে মুগ্ধ স্থানীয় জনগণ। নৃত্য পরিবেশন শেষে প্রার্থী শান্তি ও সম্প্রীতির বার্তা সহ বাংলা কে বাংলা রাখার আবেদন রাখেন স্থানীয় জনগণের কাছে। একই সাথে করোনা সংক্রমণের পরিস্থিতিতে সকলের কাছে স্বাস্থ্যবিধি মেনে চলারও আবেদন করেন।

আরও পড়ুন -  সাংবাদিক সম্মেলনে সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেসের প্রার্থী চন্ডী দাস চ্যাটার্জী