ঐতিহাসিক চন্দ্রচূড় মন্দির, নীল ষষ্ঠী ও শিবের গাজন উপলক্ষে ভিড়

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   নীল ষষ্ঠী ও শিবের গাজন উপলক্ষে ভিড় উপচে পড়ল ঐতিহাসিক চন্দ্রচূড় মন্দিরে।

আজ সকাল থেকেই নীল ষষ্ঠী উপলক্ষে শয়ে শয়ে ভক্তকুলের ভিড় নামে চন্দ্রচূড় মন্দিরে।

আরও পড়ুন -  এই মাসেই শেষ ‘মিঠিঝোরা’! এল বড় সত্যি খবর

এই উৎসব উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়। চন্দ্রচূড় মন্দির চত্বরে সারারাত ধরে এই মেলা চলবে।

আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে লক্ষাধিক মানুষ এই মেলায় ভিড় জমান বলে খবর। গতবছর কোভিড পরিস্থিতির জন্য গাজন এবং নীল ষষ্ঠী উৎসব বন্ধ ছিল। এবছর কোভিড না গেলেও সেই উৎসবে কোনো বাধা নেই।

আরও পড়ুন -  জন্মাষ্টমীতে বন্ধ থাকবে কচুয়া লোকনাথ ধাম, মানতে হচ্ছে বহু বিধি নিষেধ

যদিও মন্দির চত্বরে কোভিড সুরক্ষা বিধি মেনেই ভক্তদের মন্দিরে ঢোকানো হচ্ছে বলে মন্দির কর্তৃপক্ষ দাবি করেছে।