প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ প্রায় ৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ
২০২১-২১ অর্থ বর্ষে শর্তাধীন প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ প্রায় ৯.৪৫ লক্ষ কোটি টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রত্যক্ষ কর সংগ্রহের মধ্যে কর্পোরেশন কর ৪.৫৭ লক্ষ কোটি এবং ব্যক্তিগত আয়কর সহ নিরাপত্তা সংক্রান্ত লেনদেন কর ৪.৮৮ লক্ষ কোটি টাকা হতে পারে। ২০২০-২১ অর্থ বর্ষে গড়ে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ১২.০৬ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে কর্পোরেশন কর ৬.৩১ লক্ষ কোটি, ব্যক্তিগত আয়কর সহ নিরাপত্তা সংক্রান্ত লেনদেন কর ৫.৭৫ লক্ষ কোটি, অগ্রিম কর ৪.৯৫ লক্ষ কোটি, ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স (টিডিএস) ৫.৪৫ লক্ষ কোটি, স্বমূল্যায়ন কর ১.০৭ লক্ষ কোটি, নিময়িত মূল্যায়ন কর ৪২ হাজার ৩৭২ কোটি, লভ্যাংশ বিতরণ কর ১৩ হাজার ২৩৭ কোটি এবং অন্যান্য ছোট ক্ষেত্রের আওতায় কর ২ হাজার ৬১২ কোটি টাকা।

আরও পড়ুন -  ‘পাঠান’এর গানে উদ্দাম নাচ যুবতীর, কলকাতার নিউ মার্কেটে, লোকের সামনেই, VIRAL VIDEO

বিভিন্ন রকম প্রতিবন্ধকতা মোকাবিলা করে ২০২০-২১ অর্থ বর্ষে অগ্রিম কর সংগ্রহের পরিমাণ ৪.৯৫ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। পূর্ব অর্থ বর্ষে অগ্রিম কর সংগ্রহের পরিমাণ ছিল ৪.৬৪ লক্ষ কোটি টাকা। ফলে ২০২০-২১ অর্থ বর্ষে অগ্রিম কর সংগ্রহের হার প্রায় ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন -  তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি

২০১৯-২০ অর্থ বর্ষে টাকা ফেরতের পরিমাণ ছিল ১.৮৩ লক্ষ কোটি টাকা। ২০২০-২১ অর্থ বর্ষে তা প্রায় ৪২.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৬১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  অরবিন্দ আকেলা কাল্লু এবং নীলম গিরির ধামাকাদার ডান্স ভিডিও, তুমুল ঝড় তুলেছে ইন্টারনেটে, ট্রেন্ডিং তালিকায় জায়গা করলেন